চাঁদপুর শহরে আদালত এলাকায় পকেটে হাত দেওয়ার অপরাধে সফিকুর রহমান নামে ব্যাক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার(৩ মার্চ) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত সফিকুর রহমান শহরের যমুনা রোড এলাকার বাসিন্দা।
পুলিশ পরিদর্শক (কোর্ট) মামুনুর রশিদ চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুর জেলা জজ আদালত এর নীচতলায় সাজাপ্রাপ্ত সফিকুর আদালতে প্রয়োজনীয় কাজে এক ব্যাক্তির পকেট থেকে টাকা মেরে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে লোকজন তাকে আটক করে। পরে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাকে সোপর্দ করে।’
পরে প্রকাশ্যে তার অপরাধ প্রমানিত হওয়ায় তাকে এই সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে আদালত।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur