চাঁদপুর

চাঁদপুরের ৫ এমপিসহ শপথ নিলেন বিজয়ী সাংসদবৃন্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫ জনসহ জয়ী সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮জন নির্বাচিত জনপ্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন।

এছাড়াও একই দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত আরও তিন জনপ্রতিনিধিরাও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

সংবিধান অনুযায়ী তাদের শপথবাক্য পাঠ করান দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় নতুন এমপিরা সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর আগে স্পিকার নিজেই শপথগ্রহণ করেন।

শপথ গ্রহণ করা চাঁদপুরের নির্বাচিত ৫ সংসদ সদস্যরা হলেন, চাঁদপুর-১(কচুয়া) আসনের আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিণ) আসনে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমিন রুহুল, চাঁদপুর-৩(সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম।

এদিকে নির্বাচনে জয়ী হলেও শপথ নেননি ঐক্যফ্রণ্ট তথা বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা ‘ভোট কারচুপি’ ও ‘অনিয়মের’ প্রতিবাদস্বরূপ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সরকারের বৈধতা দেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে সংবিধান অনুযায়ী-সংসদ অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে তাদের শপথ নিতে হবে, তা না হলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম
৩ জানুয়ারি,২০১৯

Share