রোববার(৩১ মার্চ) সন্ধ্যায় হঠাৎ চাঁদপুরসহ সারাদেশের উপরদিয়ে বয়ে গোলো কাল বৈশাখীর ঝড় । আচমকা এ ঝড়ে বিশেষ করে নদী পথে যাতায়াতকারী যাত্রীবাহি লঞ্চগুলোকে বেকায়দা পড়তে হয়েছে।
ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহি লঞ্চ এমভি সোনারতরী-২, ঈগল-৩, রফরফ লঞ্চ ঝড়ো হাওয়া অর্থাৎ ঝড়ে পড়ে লঞ্চের ভিতরের যাত্রীরা ভিজে সয়লাব হয়ে যায় ।
এক পর্যায়ে আত্মচিৎকারে যাত্রীরা লঞ্চে ছুটাছুটি করতে থাকে। উপায়ন্ত না দেখে লঞ্চগুলো তীরের দিকে নিয়ে যায় । যার জন্য বড় ধরনের কোন বিপদ হয় নি।
সোনারতরী–২ লঞ্চের যাত্রী সাবেক সোনালী ব্যাংকে ম্যানাজার দেলোয়ার হোসেন জানান, ঢাকার ফতুল্লার কাছে আসলে হঠাৎ ঝড়ে লঞ্চ কাত হয়ে গেলে সারেং এর বুদ্ধিমত্তায় তাৎক্ষনিক তীরে নিয়ে যাওয়া হয়। ৪০ মিনিট পর ঝড় কমলে লঞ্চটি আবার চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। তবে লঞ্চের প্রায় সকল যাত্রীই ঝড়ের গতিবেগে বৃষ্টিতে ভিজে যায় ।
এদিকে ঝড় শুরু হওয়ার সাথে সাথে চাঁদপুর শহরসহ জেলায় ৩০ মিনিট এর জন্য বিদ্যুৎ সরবাহ বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত মতলব দক্ষিণসহ জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে ফসল, ঘর-বাড়ি, গাছ-পালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।
করেসপন্ডেট
১ এপ্রিল,২০১৯