চাঁদপুরের একটি সড়কে সংস্কার কাজের অনিয়মের প্রতিবাদ করার পর পুনরায় পিচ ঢালাই দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার।
শুক্রবার (১৪ জুন) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দেবপুর -রাজারগাঁও রোডের সংস্কার কাজ চলমান অবস্থায় ২নং বাকিলা ইউনিয়ন অংশে উত্তর শ্রীপুর মিতালী বাজার ব্রীজ থেকে অনিয়ম ও যথাযথ ভাবে কাজ না হওয়ায় ইউনিয়নের যুবলীগ বাধা প্রদান করেন।
বাকিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম খান রনি বলেন, ২৫ মিলি বা ১ ইঞ্চি কার্পেটিং ও বিটোমিন পিচ ঢালাই হওয়ার কথা ছিল। শুক্রবার সকালে সেখানে হাফ ইঞ্চির চেয়েও কম এবং যেখানে বিটুমিন দেওয়ার কথা ছিল, সেখানে তা না দিয়ে বালুর উপর যা ইচ্ছে তা করে ঢালাই দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ইউনিয়ন যুবলীগের সদস্য রায়হান মাসুম, মনির ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার প্রধানীয়া বাঁধা প্রদান করে।
পরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও প্রকৌশলী রাহাত আলী পাটওয়ারী কে অবগত করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউএনও স্যারের হস্তক্ষেপে ও প্রকৌশলী যথাযথ পদক্ষেপে পূর্বে ঢালাইকৃত ৩০০ মিটারের উপর পুনারায় হাফ ইঞ্চি ঢালাই/কার্পেটিং করা এবং চলমান অংশে ১ ইঞ্চি ঢালাই ও রাস্তা পরিস্কারের পর যথাযথ বিটুমিন সংমিশ্রীত ঢালাই/কার্পেটিং মর্মে পুনরায় কাজ চালু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও প্রকৌশলী রাহাত আলী পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন
স্পেশাল করেসপন্ডেন্ট,
১৪ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur