Home / চাঁদপুর / কথা রেখেছেন চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির!
cc-camera-by-jehadul-kobir

কথা রেখেছেন চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির!

চুরি, ছিনতাইসহ যে কোনো অপরাধমূলক কর্মকান্ড রোধকল্পে চাঁদপুর শহরকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসার কথা বলেছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

অবশেষে কথা রেখেছেন সদ্য অতিরিক্ত ডিআইজি হিসেবে পদন্নতি পাওয় জেলা পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। চাঁদপুর শহরকে পুলিশের নজরদারিতে আনতে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছেন তিনি।

এখন থেকে তিনি নিজ অফিসে বসেই শহরের নিত্যজীবন মনিটরিং করতে সক্ষম হবেন। শহরের প্রায় ৬০টি সিসি ক্যামেরা বসানো হবে। প্রায় ১ সপ্তাহ ধরে এর কাজও শুরু হয়ে গেছে। ইতমধ্যে শহরের ওয়ারলেছ থেকে শুরু করে বড় স্টেশন পর্যন্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। শহরের বিভিন্নস্থানে পুুলিশের পিকআপ যোগে মই, তারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেই ঘোষণা দিয়েছেন এইর শহরকে সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও মাদক মুক্ত করতে অধুনিক প্রযুক্তির এই ব্যবস্থা গ্রহণ করবেন।

পাবনায় পুলিশ সুপার থাকা অবস্থায়ও তিনি পুরো জেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় এনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ওই জেলাতে যে ধরনের অপরাধ ও ইভটিজিং সহ নানা ধরনের সন্ত্রাসীকার্যক্রম সংঘটিত হলেই তাৎক্ষনিক ভিডিও দেখে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করতেন তিনি।

ঠিক তেমনিভাবে চাঁদপুর জেলা শহরকে সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং সহ সকল প্রকার অন্যায় অপরাধ দূর করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে চাঁদপুর শহরের অপরাধকর্ম অনেকটাই কমে আসবে বলে শহরবাসী ধারণা করছেন। সিসি ক্যামেরা স্থাপনে চাঁদপুর শহরবাসী পুলিশ সুপার জিহাদুর কবির বিপিএম পিপিএমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ২৫ আগস্ট ২০১৯