Home / জাতীয় / রাজনীতি / চৌদ্দগ্রাম যেভাবে আটক হলেন ক্যাসিনোকাণ্ডের যুবলীগ নেতা সম্রাট
Somrat

চৌদ্দগ্রাম যেভাবে আটক হলেন ক্যাসিনোকাণ্ডের যুবলীগ নেতা সম্রাট

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রামে মুনির চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট লুকিয়েছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

ওই বাড়ি থেকে আজ ৬ অক্টোবর রোববার ভোরে র‌্যাব ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট ও এনামুল হক আরমানকে আটক করে। আরমানও যুবলীগের নেতা।

র‌্যাব–১১ কুমিল্লা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার বলেন, শনিবার সন্ধ্যা সাতটার পর থেকে র‌্যাবের ১২ থেকে ১৪টি গাড়ি পুঞ্জশ্রীপুর গ্রামের আশপাশে অবস্থান নেয়। র‌্যাব বিভিন্ন সড়কের মধ্যে যান চলাচল বন্ধ করে দেয়। পাঁচ ঘন্টার অভিযান শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, মুনির চৌধুরী ফেনীর মেয়র মো. আলাউদ্দিনের ভগ্নিপতি। আলাউদ্দিন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা, ৬ অক্টোবর ২০১৯