আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় চাঁদপুরের ৫টি আসনের প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব ধরণের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রথম পর্যায় নির্বাচন ২৩ ডিসেম্বর ঠিক হওয়ায় বুধবার ১৪ নভেম্বর – রাত ১২টা শুরু হয়ে ১৮ নভেম্বরের মধ্যে এসব সরানোর নির্দেশে দেয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন সময় সীমা ৩০ ডিসেম্বর হওয়ায় ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যে এসব সরানোর নির্দেশে দেয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার ১৬ নভেম্বর সকাল থেকে জেলা প্রশাসন মাঠে নেমে নির্বাচনি সামগ্রী অপসরাণ অব্যহত রেখেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদল আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে প্রশাসনের একটি দল নির্বাচনে প্রার্থীদের শহরে থাকা পোস্টার, ব্যানার,বিলবোর্ড,তোরণ বা গেট, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রি অপসরাণ করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে সরানোর জন্যে নির্দেশ হলেও যারা এসব সরায় নি তাদের নির্বাচনি সামগ্রী জেলা প্রশাসনের উদ্যোগে অপসরাণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, মারুফা সুলতানা খান হীরা মনি, আজিজুন নাহার ও চাঁদপুর মডেল থানার এস আই মমিনুল ইসলাম।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদল আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,‘নির্বাচন তফসিল ইতিমধ্যে গবেষণা করা হয়েছে। র্নিাবচন কমিশন নিদের্শ অনুযায়ী ১৫ নভেম্বর রাত ১২ টার মধ্যে নির্বাচনি প্রচারণা সামগ্রি ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ বিভিন্ন প্রচারণা সামগ্রি রয়েছে । যার যার সংসদীয় এলাকায় রয়েছে এগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলার কথা।’
প্রতিবেদক : শরীফুল ইসলাম
১৭ নভেম্বর , ২০১৮ শনিবার