চাঁদপুরে এসেছে আইসিটি মন্ত্রনালয় অধীন আইসিটি ডিবিশনের আওতায় টেকসই নারী উন্নয়নে ল্যার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ল্যাব ।
স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রীদের আইসিটির উপর প্রশিক্ষণ দিবে এ ভ্রাম্যমান কম্পিউটার স্মার্ট ল্যাব। ১০মার্চ থেকে (রবিবার) চাঁদপুরের স্কুল এবং কলেজে গিয়ে এ প্রশিক্ষন দিবে ভ্রাম্যমান কম্পিউটার বাস।
বুধবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সরজমিনে ভ্রাম্যমান কম্পিউটার বাসের কার্যক্রম দেখতে যান চাঁদপর সদর উপজেলা নিবাহী অফিসার জনপ্রশাসন পদকপ্রাপ্ত কানিজ ফাতেমা ।
এ সময় মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা প্রশাসক কার্যালয়েরর সহকারী প্রোগ্রামা মোঃ হারুনুর রশিদ, ট্রেইনার মো: ফিরোজ আহমেদ খানসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
কম্পিউটার বাসটি দেখে প্রশংসা করেন সদর ইউএনও। সদরের এর কার্যক্রম দ্রুত চালু করতে নিদেশ দেন তিনি।
বার্তাকক্ষ
৬ মার্চ ২০১৯