Home / চাঁদপুর / বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চাঁদপুরে এসেছে ভ্রাম্যমাণ কম্পিউটার বাস
ict bus

বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চাঁদপুরে এসেছে ভ্রাম্যমাণ কম্পিউটার বাস

চাঁদপুরে এসেছে আইসিটি মন্ত্রনালয় অধীন আইসিটি ডিবিশনের আওতায় টেকসই নারী উন্নয়নে ল্যার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ল্যাব ।

স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রীদের আইসিটির উপর প্রশিক্ষণ দিবে এ ভ্রাম্যমান কম্পিউটার স্মার্ট ল্যাব। ১০মার্চ থেকে (রবিবার) চাঁদপুরের স্কুল এবং কলেজে গিয়ে এ প্রশিক্ষন দিবে ভ্রাম্যমান কম্পিউটার বাস।

বুধবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সরজমিনে ভ্রাম্যমান কম্পিউটার বাসের কার্যক্রম দেখতে যান চাঁদপর সদর উপজেলা নিবাহী অফিসার জনপ্রশাসন পদকপ্রাপ্ত কানিজ ফাতেমা ।

এ সময় মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা প্রশাসক কার্যালয়েরর সহকারী প্রোগ্রামা মোঃ হারুনুর রশিদ, ট্রেইনার মো: ফিরোজ আহমেদ খানসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।

কম্পিউটার বাসটি দেখে প্রশংসা করেন সদর ইউএনও। সদরের এর কার্যক্রম দ্রুত চালু করতে নিদেশ দেন তিনি।

বার্তাকক্ষ
৬ মার্চ ২০১৯