চাঁদপুর

চাঁদপুর ডাকাতিয়ায় দু’দিনে ৮ বাল্কহেডকে জরিমানা

আদেশ অমান্য করে নদীতে চলাচল করায় চাঁদপুরে ২দিনে ৮টি বাল্কহেড থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার ও রোববার (১লা ও ২রা জুন) মেঘনা ও ডাকাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামান জানায়, পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে আদেশ অমান্য করে চলাচল করায় শনিবার ডাকাতিয়া নদীতে অভিযান পরিচালনা করে ৩টি বাল্কহেড কে ২৫ হাজার টাকা এবং রোববার ডাকাতিয়া ওমেঘনা নদীতে একই অপরাধে ৫টি বাল্কহেড কে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, নৌ-পথে ঈদযাত্রীদের সুবিধার্থে রাতে ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌ-পথে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এগুলো দিনের বেলায় চলতে পারবে। কিন্তু এরা দিনের বেলা নয়, বরং রাতে বেশি চলাচল করে নিষেধাজ্ঞা অমান্য করে। এতে করে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে প্রায়ই ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২ জুন ২০১৯

Share