নতুন করারোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেট বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে ঘোষণা করা হয়েছে। বাজেট অধিবেশনে সাংবাদিক ও সুধি সমাবেশের উপস্থিতিতে পৌর হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
এবারের বাজেটে আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে নিজস্ব খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা নিজস্ব খাতে ব্যয় ১৯ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ৩৭ কোটি ৯১ লাখ ৬৩ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ৩৪ কোটি ৫৭ লাখ ৪০ টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ২৬ লাখ ৪৪ টাকা।
এছাড়াও এবারের বাজেটে ব্যতিক্রমধর্মী বরাদ্দ রাখা হয়েছে । যেমন, শিক্ষা প্রসারের লক্ষ্যে স্থান জায়গা প্রাপ্তি সাপেক্ষে একটি প্রাথমিক বিদ্যালয় চালুর পরিকল্পনা ,বৃক্ষরোপণ কর্মসূচি, জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান, অসহায় দুঃস্থ এবং অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও সহায়তা , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্বাধীনতা চত্ত্বর নামক ভাস্কর্য নির্মাণে বাস্তবায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজানোসহ নানা কর্মসৃচির বাস্তবায়ন।
চলতি অর্থ বছরে যে সমস্ত বিষয়ে গুরুত্বের সাথে অর্ন্তভূক্ত করা হয়েছে এসব খাতগুলো হচ্ছে: ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে সুপেয় পানির ব্যবস্থ্যাকরণসহ নানাবিধ প্রকল্প বাস্তবায়ন , শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ উন্নয়ন প্রকল্প গ্রহণ, নতুন সড়কে বাতি লাইন স্থাপন ও সম্প্রসারণ,পৌর এলাকার মসজিদ,মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, বন্যা, ঘুর্ণিঝড় ও অগ্নিকান্ড ইত্যাদি ক্ষেত্রে আপদকালীন সাহায্য প্রদান ও যুবসমাজের অবক্ষয় রোধে বিভিন্ন ক্রীড়া খাতে বাজেটে বরাদ্ধ রাখা হয়েছে।
পৌর সচিব নুর আজম শরিফের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আবু রায়হান জনি, পৌর প্যানেল মেয়র-২ শুকু মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরি, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মুনির, সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, শিক্ষক দেলোয়ার হোসেন, কাউন্সিলর আবু বকর ছিদ্দিক, শকুর মিয়া, হাবিবুর রহমান ও হিসাব রক্ষক শফিকুর রহমান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
জহিরুল ইসলাম জয়
৪ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur