Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কেরাসিনের আগুনে নববধূর মৃত্যুর ঘটনায় স্বামী আটক
Bride
ছবিটি প্রতীকী

ফরিদগঞ্জে কেরাসিনের আগুনে নববধূর মৃত্যুর ঘটনায় স্বামী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেহেদির রং শুকানোর আগেই গায়ে ‘কেরোসিন ঢেলে আত্মহনন করেছে তাহামিনা আক্তার নামে এক নববধূ’। সোমবার (২০ মে) সন্ধ্যয় উপজেলার জামালপুর গ্রামের বদরুদ আলী আমিন বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ মে) পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দ্বীন ইসলামকে আটক করেছে।

তাহমিনার বাবা কামাল হোসেন জানান, গত দেড় মাস আগে উপজেলার জামালপুর গ্রামের মৃত আ: লতিফের ছেলে দিনমুজুর দ্বীন ইসলামের সাথে তাহামিনা আক্তারের বিয়ে হয়। সোমবার ইফতারির পূর্ব মূহূর্তে তার স্বমীর সাথে ঝগড়া করে রাগে ক্ষোভে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাহামিনার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে তাহামিনা মারা যায়।

গৃহবধুর আত্মহননের সংবাদ পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, এএসপি (হাজিগঞ্জ) সার্কেল আফজাল হোসেন ও ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাহমিনার আত্মহত্যা করেছে।

তার স্বামী দ্বীন ইসলামকে তদন্ত স্বাপেক্ষে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
২১ মে ২০১৯