হাজীগঞ্জ

নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মেজর রফিক

চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছেন।

মঙ্গলবার(১৫ জানুয়ারি)বিকেলে তিনি নির্বাচনী এলাকার দলীয় নেতকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অপর্ণ করেন।

নব নির্বাচিত সাংসদ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এসেছি। এখানে আসলে আমাদের মনটা একটা ভিন্ন আবেগে ভরে যায়। তিনি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফলে তা করতে পারেননি। তাকে স-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের কাছ থেকে যে ম্যান্ডেট নিয়েছেন, সেই ম্যান্ডেট নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এখন যে ভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আগামী দিনগুলোতেও আমরা অনেকদূর এগিয়ে যেতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন্ন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা ধনী দেশে রূপান্তরিত হবো। সেজন্য আমাদের দায়িত্ব ও কর্তব্য হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সুতরাং রাজনৈতিক হানাহানি, হিংসা বিদ্বেষ ভুলে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাবো।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবো। তাই এখানে দলীয় নেতকর্মীদের নিয়ে এসেছি। আমাদের সবাইকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করতে হবে। ক্ষুধা, দারিদ্র ও দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন পান্না, মেজর অব. মনিম, ফারুক আহমেদ, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ মিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমাদ খসরু, রাজারগাঁ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, শিল্পপতি দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আনিছুর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজী জসিমউদ্দিন, শাহাদাৎ হোসেন মজুমদার, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, হাজীগঞ্জ রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মিন্টু, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, আলী নুর নিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট
১৫ জানুয়ারি,২০১৯

Share