রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত চাঁদপুর ফরিদগঞ্জের আবদুল্লাহ আল ফারুকসহ ১০ জনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ মার্চ) দিবাগত রাতে নয়জনের লাশ হস্তান্তর করা হয়। পরে আজ শুক্রবার সকালে একজনের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
আরও পড়ুন… বনানীতে আগুনে ফরিদগঞ্জের ঢাবির সাবেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
যাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে, তাঁরা হলেন আতিকুর রহমান (৪২), আমির হোসেন রাব্বি (২৯), ইফতেখার হোসেন (৩৭), জারিন আহসান বৃষ্টি (২৫), তানভীর সিদ্দিক আবির (২৯), মঞ্জুর হাসান (৪৯) ও ফজলে রাব্বি (৩০), আহমেদ জাফর (৫২), আবদুল্লাহ আল ফারুক ও রুমকি আক্তার (৩২)।
এঁদের মধ্যে আহমেদ জাফরের লাশের ময়নাতদন্ত হয় আজ সকাল ৭টায়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ড. সোহেল মাহমুদ। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
বার্তা কক্ষ
২৯ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur