কচুয়া

বনানীর আগুনে নিহত কচুয়ার ট্রাভেল এজেন্সি কর্মকর্তার দাফন সম্পন্ন

ঢাকার বনানী এফআর টাওয়ারে বৃহস্পতিবার(২৮ মার্চ) ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্বাসরোধে নিহত চাঁদপুর কচুয়ার বাইছারা গ্রামের অধিবাসী ট্রাভেলস এজেন্সি কর্মকর্তা মো.আতাউর রহমান চঞ্চলের লাশ দাফন করা হয়েছে।

শুক্রবার(২৯ মার্চ) বাদ জুমা জানাজা শেষে মরহুমের লাশ বাইছারা মুন্সী বাড়ীর নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের মরহুম হাবিবুর রহমান মুন্সীর ছেলে।

নিহতের চাচাতো ভাই, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের চেয়ারম্যান, মুন্সী নূরুল আলম বেলাল চাঁদপুর টাইমসকে বলেন,‘আমার ভাই মো. আতাউর রহমান চঞ্চল দীর্ঘদিন মোহাম্মদপুরে বসবাস ও মতিঝিলে ট্রাভল এজেন্সির পরিচালক হিসেবে কর্মরত ছিল। কিন্তু অল্প কয়েকদিন আগে সে বনানীতে অফিস স্থানান্তর করেন।’

তিনি জানান,‘ঘটনার সময় চঞ্চল শেষ বারের মতো তার ছেলে ইঞ্জিনিয়ার ইফরানুর রহমানকে ফোন করে বলে আমি ছাদে। কিন্তু পরবর্তীতে তার ছেলেসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে ভবনের ছাদসহ কোথাও খুজেঁ পাওয়া যায়নি।’

পরবর্তীতে রাত ৩টার দিকে সিএমএসএস হাসপাতাল থেকে তার লাশ শনাক্ত করে আজ লাশবাহী অ্যাম্বলেন্স যোগে বাড়িতে নিয়ে আসে।

তার এমন মৃত্যু আমরা আশা করিনি, এতে পরিবারসহ এলাকাবাসী শোকাহত। মৃত্যু কালে তিনি স্ত্রী,১ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন। নিহতের মেয়ে তাসনিয়া রহমান বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

আরও পড়ুন: বনানীতে আগুনে ফরিদগঞ্জের ঢাবির সাবেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৯ মার্চ,২০১৯

Share