Home / সারাদেশ / বনানীতে আহত ফায়ারম্যান সিঙ্গাপুরে মারা গেছেন
fairman

বনানীতে আহত ফায়ারম্যান সিঙ্গাপুরে মারা গেছেন

বনানীর এফআর টাওয়ারে লাগা আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৫ এপ্রিল সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নেয় ২৬ জনের প্রাণ, আহত হন কমপক্ষে ৭০ জন।

অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন।

একপর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ভেঙে যায়।

বার্তা কক্ষ
৮ এপ্রিল,২০১৯