চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা জানান, মধ্যবাজারের শাহ্ আলমের প্লাস্টিকের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে পশ্চিম দিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরেই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি দল, ব্যবসায়ী ও স্থানীয়রাসহ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এরমধ্যে একটি গ্যাস সিলিন্ডারের দোকান থাকায় সেগুলো বিকট আওয়াজে বিস্ফোরিত হয়ে আতংক সৃষ্টি করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি ব্যয় হয়।
ক্ষতিগ্রস্থরা হলেন, মেজবাহ উদ্দিন খোকন, সুবিদপুর সর্দার বাড়ি, মো. মুরাদ, সুবিদপুর মীর বাড়ি, সরোয়া সর্দার বাড়ি, মো. খোকন মিয়া, বলাখাল হাজী বাড়ি, শাহ আলম, সুবিদপুর হাজী বাড়ি, কবির হোসেন, বলাখাল হাজী বাড়ি।
মো. ফরিদ আহমেদ, উপ সহকারি পরিচাল (ডিএডি) ও সিনিয়র স্টেশন অফিসার মো. মোবারক আলী এসএসও জানান, মান্দাতার আমলের বিদ্যুতের লাইন ও রিজার্ভ পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে আমাদের বেগ পেতে হয়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ২২ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে এস আই জয়নাল আবেদীন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এছাড়াও বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোস্তাফা মিয়াজী, কোষাধ্যক্ষ শাহাদাৎ মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাজের ভূঁইয়া লিটন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মিয়াজী উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
০২ : ০২ এএম, ২৯ নভেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur