Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / কোনো অপশক্তি বিএনপিকে ভাংতে পারবে না : সাবেক এমপি লায়ন হারুন
bnp-lion-harun

কোনো অপশক্তি বিএনপিকে ভাংতে পারবে না : সাবেক এমপি লায়ন হারুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যেগে বৃহস্পতিবার (৩১ মে) আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা লায়ন হারুনুর রশিদ খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেছেন, বর্তমান আওয়ামী সরকার তার নীলনকশা বাস্তবায়ন হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। এ সরকারের আমলে দেশে এখন সুশাসন নেই। আছে শুধু দূর্নীতি , গুম আর হত্যা। কোন অপশক্তি বিএনপিকে ধবংস করতে পারবে না। বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের গ্রামের বাড়ি মান্দারখীলে আয়োজিত ওই অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রফিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটওয়ারী, বিএনপির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন খোকন , পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বিল্লাল কোম্পানি,

উপজেলা যুবদলের আহবায়ক নাছির পাটওয়ারী, যুবদলের নেতা তছলিম চেšধুরী, ফারুক খাঁন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফজলুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সেলিম রাড়ী, যুগ্ম আহবায়ক হারুন পাঠান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজম খাঁন সম্পাদক বেলায়েত হোসেন , পৌর মহিলা দলের সভাপতি পারুল বেগম বক্তব্য রাখেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা বিভিন্ন এলাকার বিএনপি ও এর সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- শিমূল হাছান
৩১ মে ২০১৯