১৯৭১ সালের সেই ভয়ালো রাতটিকে স্মরণ করতে আজ চাঁদপুরসহ সারাদেশে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট কর্মসূচী পালন করা হবে
আজ সোমবার ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। ৭১ সালের সেই ভয়ালো রাতটিকে স্মরণ করতে সারাদেশ আজ (সোমবার) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাক আউট কর্মসূচী পালন করা হবে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসময় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশবাসীর প্রতি স্বতঃস্ফুর্তভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন,“সব ধরনের জরুরি সেবা প্রতিষ্ঠান যেমন হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।”
২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বার্তা কক্ষ
২৫ মার্চ,২০১৯