চাঁদপুর

বিড়িশিল্পের ওপর করারোপ না করার দাবিতে চাঁদপুরে মানববন্ধন -ভিডিও

বিড়িশিল্পের ওপর করারোপ না করার দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা শ্রমিকরা। রোববার (১৯ মে) দুপুরে চাঁদপুর নতুন বাজারে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির বাড়ির সামনে বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিড়ির উপর সকল প্রকার কর মওকুফসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন র্কমসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ।

কুমিল্লা বিড়ি ভোক্তা পক্ষ ও বিড়ি শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাদঁপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি চাঁদপুর জেলার মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক মো- শাহজাহানসহ আরও অনেকে।

মানববন্ধন পথসভায় শ্রমিকরা বলেন গরীব মানুষের বিড়িতে ট্যাক্স থাকবে না। প্রয়োজনে সিগেরেটের মূল্য বৃদ্ধি করুন। বঙ্গবন্ধুর সোনার দেশে বিড়ি শিল্পকে ধংস করা চলবে না।

প্রতিবেদক- আনোয়ারুল হক
১৯ মে ২০১৯

Share