Home / চাঁদপুর / চাঁদপুরে বিজয় ফুল উৎসবে ফুল তৈরি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
bijoy-full-celebrate-chandpur

চাঁদপুরে বিজয় ফুল উৎসবে ফুল তৈরি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজয় ফুল উৎসব ২০১৯ উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল তৈরি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান। তিনি তার বক্তব্যে বলেন, আগামী বছর মুজিববর্ষ অনুষ্ঠিত হবে। একই সাথে ওই সময় বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হবে। আমি আশা করব সে সময়ে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকে যারাএই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের অনেকেই বিভিন্ন বিষয়ে অনুশীলন নয়। তাদেরকে গানের ক্ষেত্রে সুর, লয়, তাল, জানতে হবে। এক্ষেত্রে সচেতন থাকলে ভালো কিছু করা সম্ভব।

তিনি বলেন আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন আপনারা নিয়মিত বিজয়ফুলের এমন আয়োজন করতে পারেন। প্রয়োজন আপনারা প্রত্যেক মাসে এমন আয়োজন করলে তাহলে শিক্ষার্থীরা বিজয় ফুল সম্পর্কে ভালো কিছু করতে পারবে। বিজয় ফুল তৈরিতে কিছু নির্দেশনা রয়েছে। যেমন ৬ টি পাপড়ি, এবং ভিতরে একটি কলি, তার সাইজ এবং রঙ্গের বিষয় রয়েছে। এসব বিষয়ে যদি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজেক্টরে শিক্ষার্থীদের দেখানো হয় তাহলে তারা ভালো কিছু করতে পারবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ, সেলিনা আক্তার ও ইমরান মাহমুদ ডালিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাহবুদ।

প্রতিযোগিতায় সংগীতে বিচারকের দায়িত্ব পালন করেন, স্বপন সেনগুপ্ত, রফিক আহমেদ মিন্টু, অভিনয়ে বিচারকের দায়িত্ব পালন করেন শরীফ চৌধুরী, মৃনাল সরকার, আবৃত্তিতে বিচারকের দায়িত্ব পালন করেন ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া, বিজয় ফুল তৈরিতে বিচারকের দায়িত্ব পালন করেন অজিত দত্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

চাঁদপুরের ৮টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবশেষে বিকেল ৩ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৩ নভেম্বর ২০১৯