চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ ও মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় এলজিএসপি-৩ এর আওতায় পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের দূরদুরান্ত থেকে পায়ে হেঁটে আসা ৯জন ছাত্রীর হাতে বাই-সাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া।
ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. গোলাম ফারুক মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কামাল মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি শরীফ উল্ল্যাহ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন প্রমুখ।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২২ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur