চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান চাচা-ভাতিজী। এরইমধ্যে দু’জনই আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
এ দু’প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ ড.শামছুল হক ভূঁইয়া ও তার আপন ছোট ভাই আমেরিকা প্রবাসী হারুনুর রশিদ ভূঁইয়ার মেয়ে ডা.বদরুন নাহার ভূঁইয়া। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য উপ-কিমিটির সদস্য।
সূত্রে জানা যায়, ৯ নভেম্বর ড.শামছুল হক ভূঁইয়া এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তা’জমা দেন ১১ নভেম্বর। ১২ নভেম্বর ডা.বদরুন নাহার ভূঁইয়া একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে ১৩ নভেম্বর তা’ জমা দেন।
এদিকে কয়েক মাস ধরে ডা.বদরুন নাহার ভূঁইয়া নিজ নির্বাচনি এলাকা ফরিদগঞ্জে উঠোন বৈঠক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আলোচনায় চলে আসেন। মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ড.শামছুল হক ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহের পর নিজ সংসদীয় এলাকা ফরিদগঞ্জে আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে বিভিন্ন সভায় মিলিত হয়ে দলীয় নেতা-কর্মীদের সু-সংগঠিত করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছেন।
প্রতিবেদন : আতাউর রহমান সোহাগ
১৪ নভেম্বর ,২০১৮ বুধবার