Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ পৌর সভায় ৩ হাজার ৮১ গরীব-দুঃখীর মাঝে চাল বিতরণ
faridganj..

ফরিদগঞ্জ পৌর সভায় ৩ হাজার ৮১ গরীব-দুঃখীর মাঝে চাল বিতরণ

ফরিদগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের ৬টি স্থানে সোমবার সকালে ৩ হাজার ৮১ জনকে ভিজিএফ এর চাল বিতরণ করেন পৌর মেয়র মোঃ মাহফুজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোঃ মহিউদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মুকবুল আহাম্মদ ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়াহাব তপাদার, কাউন্সিলর আব্দুল মান্নান পরান, মোহাম্মদ হোসেন, মহসিন তালুকদার, জাকির হোসেন গাজী, মহিলা কাউন্সিলর কুসুম বেগম, খোদেজা বেগম আলেয়া প্রমূখ।

এ সময় মেয়র মাহফুজুল হক বলেন, পৌর সভায় লোক সংখ্যার অনুপাতে অন্তত ৮ থেকে ১০ হাজার ভিজিএফ কার্ডের প্রয়োজন রয়েছে। আমি সরকারের দেওয়া চালের বাহিরেও দেড় থেকে ২শ লোককে নিজস্ব অর্থায়নে চাল দিয়েছি।

প্রতিবেদক : শিমূল হাছান, ৫ আগস্ট ২০১৯