পুলিশ বিভাগের ময়মনসিংহ রেঞ্জে ‘শ্রেষ্ঠ পুরস্কার’পেলেন ১১ জন

বাংলাদেশ পুলিশ বিভাগের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় আরএএল-২০১৮ এবং এপ্রিল-২০১৯ মাসের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। এ অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের টপ-টু-বটম কর্তব্যরত ১১ জনকে পুরুস্কৃত করা হয় ।

বিষয়টি বৃহস্পতিবার (১৭ মে) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম এর ফেইজবুক স্ট্যাটাস থেকে জানা গেছে ।

রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে ১। শ্রেষ্ঠ পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার), জামালপুর ২। শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ফালগুণী নন্দী,ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ ৩। শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম,বারহাট্টা সার্কেল, নেত্রকোণা ৪। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মো.নজরুল ইসলাম,অফিসার ইনচার্জ শেরপুর থানা,শেরপুর ৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মো. নওজেশ আলী মিয়া, অফিসার ইনচার্জ ডিবি, জামালপুর ৬। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম, ট্রাফিক বিভাগ,শেরপুর ।

আরো রয়েছেন-৭। শ্রেষ্ঠ এসআই মো.আক্রাম হোসেন ডিবি, ময়মনসিংহ,৮।শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধার কারী অফিসার এসআই এসএম মোস্তাফিজুর রহমান,শেরপুর থানা,শেরপুর, ৯। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী অফিসার এসআই মো.রফিকুল ইসলাম-২,জামালপুর থানা,জামালপুর ১০। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী এএসআই মো.শফিকুল ইসলাম,শ্রীবরদী থানা,শেরপুর ও ১১। শ্রেষ্ঠ চৌকিদার শ্রী কৃষ্ণ রবিদাস কে পুরস্কৃত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নওজেশ আলী মিয়া,অফিসার ইনচার্জ, ডিবি,জামালপুরকে অবসরজনিত কারণে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

এ সভায় পুলিশ সুপার ময়মনসিংহ মো.শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার),পুলিশ সুপার নেত্রকোণা জয়দেব চৌধুরী বিপিএম,পুলিশ সুপার শেরপুর কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস একেএম মনিরুল ইসলাম ও অনান্য ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপারগণ ও রেঞ্জের কর্মকর্তাগণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
১৭ মে ২০১৯

Share