ইসলাম

৯টি মডেল মসজিদ-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে যশোরে

যশোরে ৯টি মডেল মসজিদ-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে জেলা সদরে একটি এবং ৮ উপজেলায় একটি করে ৯ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।

জেলা গণপূর্ত কার্যালয় সূত্রে জানা যায়, যশোর জেলা সদরের রেলগেট জামে মসজিদ সংলগ্ন ১৪ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৪শ’৬৮ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। মনিরামপুর উপজেলা পরিষদ এলাকায় ১২ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ৩শ’৪ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

যশোর গণপূর্ত বিভাগের প্রকৌশলী জানান, ২০১৯-২০ অর্থবছরে জেলায় ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের টেন্ডার ও ঠিকাদারদের সঙ্গে চুক্তি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা কক্ষ, ১৭ অক্টোবর, ২০১৯

Share