চাঁদপুর সরকারি কলেজ থেকে ‘এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস কর,ডেঙ্গু প্রতিরোধ কর’এ শ্লোগনকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধ সচেতনা ও পরিচ্ছন্নতা অভিযান মঙ্গলবার (৩০ জুলাই ) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি শহর পদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন,উপাধ্যক্ষ অসিত বরণ দাশ,শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক বেলাল হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধ সচেতনামূলক আলোচনা অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন বলেন,‘আতংকিত না হয়ে, সবাইনে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা শুরু করেছি। আমাদের লক্ষ্য দু’টি। একটি ক্যাম্পস পরিচ্ছন্ন রাখা, আরেকটি শিক্ষার্থীদের বাড়ি আঙিনা পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে আমরা সকল শিক্ষার্থীদের যথাযথ ভাবে ভূমিকা রাখার জন্য বলা হয়েছে। প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন ।’
শরীফুল ইসলাম
৩১ জুলাই ৩১ জুলাই