বিডিসমাচার২৪ ডটকম প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ১৩ অক্টোবর রোববার চাঁদপুরের স্টেডিয়াম রোড এলাকার একটি রেস্টুরেন্টে উদযাপন হয়।
বিডিসমাচার এর উপদেষ্টা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে পোর্টালটির প্রকাশক-সম্পাদক মোঃ মহসিন হোসেনের পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত প্রশাসক(রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি বলেন, বিডিসমাচার ১টি বছর পেরিয়ে ২য় বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে পত্রিকাটির সাংবাদিক ও কলাকুশলী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম এর পাঠক, শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধিশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এ গণমাধ্যম পত্রিকাটি ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করেছে জনপ্রিয়তা। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম।
সভাপতির বক্তব্যে এম এ ওয়াদুদ বলেন, বিডিসমাচার প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। আগামী দিনেও বিডিসমাচার দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা রইল। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইয়াকুব মাস্টার, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আনফাল সরকার পমন, চাঁদমুখ সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম জাকির, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, হাসানআলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ শিশির।
এসময় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী, বিডিসমাচার এর সহ-সম্পাদক সজিব হাসান, যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিক বিন রহিম,বিশেষ প্রতিনিধি শাওন চন্দ্র দাস, জেলা প্রতিনিধি শাওন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম, পাবরুল হোসেন পাভেল, রবিউল ইসলাম রাজু, আনিসুল ইসলাম উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি, ১৪ অক্টোবর ২০১৯