সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিডিঅ্যাপস সামিট সম্পন্ন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিডিঅ্যাপস সামিট। সোমবার (২৯ জুলাই) আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বিভিন্ন ক্যাটাগরিতে আইটি উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদান করেন।

এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ছয়জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরা হলেন, গেম চেঞ্জার ক্যাটাগরিতে আবু বকর সিদ্দিক, বেস্ট ফেমেল ডেভেলপার ক্যাটাগরিতে রাফিয়া তুন নাহার ওরিন, ইয়ংগেস্ট ডেভেলপার ক্যাটাগরিতে আওভিন মাহমুদ, টপ ডেভেলপার (নন স্টুডেন্ট) ক্যাটাগরিতে কাওসার আলী ও বেষ্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ ক্যাটাগরিতে হাসিব আহমেদ নেসার। পিপলস চয়েজ ক্যাটাগরিতে অনলাইন সিপ্লাস টিভির সাংবাদিক আলমগীর অপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস’র (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির এবং আইসিটি বিভাগের আওতায় স্টার্টআপ বাংলাদেশ’র বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ জারিন।

এসময় উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার (সিডিএসও) শিহাব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে বিডিঅ্যাপসের সেবা গ্রহণকারী হিসেবে তাদের আমন্ত্রণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রের এ সম্মেলনে চাঁদপুর টাইমসের সহ-সম্পাদক আবদুল গনি ও নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন অংশগ্রহণ করেন।

বিডিঅ্যাপসের সহাযতায় বাংলা ভাষায় এসএমএস ‘ব্রেকিং নিউজ’ সেবা চালু করেছে চাঁদপুর টাইমস। প্রাথমিকভাবে রবি ও এয়ারটেল গ্রাহকরাই এই সেবা পাচ্ছে। যার মাধ্যমে চাঁদপুরসহ সারা দেশের যেকোনো প্রান্তের সর্বশেষ খবর জানা যাবে তাৎক্ষণিকভাবে।

এ সেবা নিতে রবি ও এয়ারটেল গ্রাহকদের *213*3600# লিখে SEND বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে সর্বশেষ খবর । এ USSD কোড ছাড়াও ম্যাসেজ অপশনে গিয়ে startctn লিখে 21213 নম্বরে পাঠালেও সাবক্রিপশন হয়ে যাবে। অর্থাৎ চাঁদপুর জেলার সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ মোবাইল ম্যাসেজের প্রতিদিন পড়া যাবে।

স্টাফ করেসপন্ডেন্ট, ৩০ জুলাই ২০১৯

Share