ইতালির ভেনিসে ইয়াবাসহ এক বাংলাদেশিকে ভেনিস মেসট্রে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সংবাদমাধ্যম মেসট্রে ভেনিস টুডে ৩৬ বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।
তবে পুলিশ তার নাম প্রকাশ করেনি। সংবাদমাধ্যমে জানাযায়,দীর্ঘ দিন অনুসন্ধান করার পর ৬ ডিসেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধায় পিয়াভে নামক রোডে ব্যাগ তল্লাশি করে এ ইয়াবা উদ্ধার করে পুলিশ। প্রথমে তার শরীর তল্লাশি করে কিছুই পায়নি পরে তার পিছনের ব্যাগে লুকানো থাকা ৮শ চার পিচ ইয়াবা খুঁজে পায়।
অনুসন্ধানে দেখা যায়,এ ইয়াবাগুলো সে বিভিন্ন কঠিন পরিশ্রমী কর্মীদের কাছে বন্টন করে। তাই দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন ওই বাংলাদেশি। পরবর্তী শুনানী পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন।
এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশিরা ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করে বলেন,এসব কর্মকান্ডে দেশের ভাবমূর্তি
ক্ষুন্ন হয়। কারণ ইতালিতে বাংলাদেশিদের একটা সুনাম রয়েছে। এধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।
বার্তা কক্ষ
১১ ডিসেম্বর,২০১৮