ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট’র চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক আবদুল গনি। মঙ্গলবার (২৩ অক্টোবর) পত্রিকার প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পান।
সাংবাদিক আবদুল গনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ও চাঁদপুরের স্বনামধন্য বেশ ক’টি দৈনিক পত্রিকার বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর টাইমসের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আবদুল গনি চাঁদপুরের নদীভাঙ্গন, কৃষি,স্ব^াস্থ্য, শিক্ষা ও শিক্ষক সংগঠন, ব্যাংকিং র্যামিটেন্স, কৃষিঋণ, ইলিশ মাছ ও জাটকা সংরক্ষণ, চরাঞ্চল ও নদী ভাংতি মানুষের দুঃখ্য দুর্দশাসহ নানাবিধ পরিসংখ্যান বিষয়ক সংবাদ, ফিচার বা প্রবন্ধ লিখক হিসেবে পরিচিত।
২০০৩ সালে ‘পলিথিন বন্ধের মতো কারেন্ট জালের উৎপাদন বন্ধ করুন’ শিরোনামে তাঁর প্রতিবেদন প্রকাশের দেশের মৎস্য বিভাগে বেশ আলোড়ন সৃষ্টি হয়। বর্তমানে মা ইলিশ ও জাটকা রক্ষা আন্দোলন তিনিই প্রথম লেখনির মাধ্যমে সামাজিক আন্দোলনের সূচনা করেন। যা পরবর্তীতে জাতীয় সংসদের উত্থাপিত হওয়ার পর মৎস্য সংরক্ষণ আইনে সন্নেবেশিত করা হয়। এ ইস্যুতে ২০০৪ তিনি বাংলাদেশ টেলিভিশনেও একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পান।
আবদুল গনি একাধারে একজন শিক্ষকও বটে, বর্তমানে চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।
আবদুল গনি ১৯৬০ সালে হাইমচরের নীলকমল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ঈশানবালা মনিপুর মুলামবাড়ি সরকারি প্রাথমিক স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন । তিনি দু’ ছেলের সৌভাগ্যশীল পিতা। বড় ছেলে এ বছর চাঁদপুর সরকারি কলেজে মাস্টার্স (ম্যানেজমেন্ট) ১ম বর্ষ এবং ছোট ছেলে বিএসসি (অনার্স) প্রাণিবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করছেন।
প্রতিবেদক- আবদুস সালাম
২৪ অক্টোবর, ২০১৮