ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের নবীণ বরণ অনুষ্ঠান ১ জুলাই (রবিবার) কলেজ মিলানায়তনে আরম্ভর পূর্ণ অনূষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্টাকক্টর, ফরিদগঞ্জ পৌর সভার মেয়র মো. মাহফুজুল হক, থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, আ’লীগ নেতা আমির আজম রেজা, আলীগ কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য খাজে আহাম্মেদ মজুমদার, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, কামরুল ইসলাম সাউদ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন রিমন প্রমুখ।
কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ নাথের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, দেশ প্রেমের মধ্যদিয়ে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আমাদের মুক্তিযোদ্ধাদের আত্বত্যাগের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আমাদের সন্তানদের সৎ, নির্লোভ হয়ে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। মাদক, বাল্য বিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেককে স¦-স্ব অবস্থান থেকে প্রাতরোধ গড়ে তুলতে হবে।
এর আগে তিনি গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রতিবেদক- শিমূল হাছান
২ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur