ফরিদগঞ্জ

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭ বালক ও বালিকা) এর উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুর্ধ-১৭ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

তিনি বক্তব্যে বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়রা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে খেলতে পারবে। চাঁদপুরের ছোট্ট ছোট্ট সোনামনিরা যখনই কোন খেলার আয়োজন হয়, তারা চমৎকার ভাবে অংশগ্রহন করে। জাতির পিতা ও বর্তমান সরকারের কর্মকান্ড বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে।

ডিসি আরো বলেন, এক সময় শুধু জাতির পিতার নামেই এই টুর্নামেন্ট হয়ে আসছিল, কিন্তু এখন থেকে বঙ্গমাতার নামও জড়িত হয়েছে। এদুই মহান ব্যক্তির নামে সারা বাংলাদেশে এই গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করেছেন, তা প্রধানমন্ত্রীর দুরদর্শিতা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) বলেন, স্বাস্থ্য সুখের মূল, তাই শরীর ঠিক রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। জাতির পিতার নামে টুর্ণামেন্টের মাধ্যমে আমরা শপত করি, মাদক ও সন্ত্রাসকে আমরা না বলবো। জীবনকে সুন্দর ও সফলতার দিকে নিতে হলে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার করতে হবে। কিশোর ও কিশোরীরা খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকবে পারবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধূরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিন,

জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Share