Home / চাঁদপুর / বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
stadium-chandpur
ফাইল ছবি

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৮ এর ফাইনাল খেলা শনিবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলার আয়োজনে রয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, চাঁদপুর জেলা ও দায়রা জজ মো.জুলফিকার আলী খাঁন,পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সকলকে ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

প্রসঙ্গত, বুধবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুর ষ্টেডিয়ামে টুর্নামেন্টের দু‘টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে প্রতিদন্দ্বিতা করেন কচুয়া উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাব্রেকারে (৪-২) গোলে জয় পেয়েছে কচুয়া উপজেলা। এর ফলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কচুয়া উপজেলা দল।

বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে চাঁদপুর পৌরসভার ও শাহরাস্তি উপজেলার খেলাটি নির্ধারিত সময়ে (১-১) গোলে ড্র হয়। কিন্তুু আলো স্বল্পতার কারণে অতিরিক্ত সময়ের খেলা কিংবা ট্রাব্রেকার কোনটাই চালানো সম্ভব হয়নি। যে কারণে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সিদ্বান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেল তিনটায় খেলাটি পূনরায় অনুষ্ঠিত হয়। সেখানে শাহরাস্তিকে হারিয়ে জয়ী হয় চাঁদপুর পৌরসভা। তাই শনিবার কচুয়া উপজেলা বনাম চাঁদপুর পৌরসভা ফাইনালে হাড্ডাহাড্ডী লড়াই করবে।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
২০ সেপ্টেম্বর ২০১৮ , বৃহস্পতিবার

Leave a Reply