আগামি ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০১৯ উদযাপন করা হচ্ছে ।‘দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখেেএ বছরের দিবসটি পালিত হচ্ছে । তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় কর্মসূচিকে কিছূটা সংক্ষিপ্ত করা হয়েছে বরে জানা গেছে।
ইতিহাসের পথপরিক্রমায় সংগ্রামে,আন্দোলনে,ত্যাগে, তিতিক্ষায় দূরদর্শী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি আমাদের বাংলাদেশকে।
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়াবার সংগ্রামে ব্যস্ত,তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে স্তব্ধ হয়ে যায় অগ্রগতির সে ধারা। জাতি হারায় তার জনককে।
জাতির জনকের সুযোগ্য উত্তরসুরি জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে স্থিমিত ঔ অগ্রযাত্রাকে আবার তরান্বিত করেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে তিনি উদ্যোগ নেন যুবসমাজের কর্মদক্ষতা বাড়ানোর।
সে লক্ষ্যে ১৯৭৮ সালে সৃষ্ট যুব উন্নয়ন মন্ত্রণালয় ও ১৯৮১ সালে গঠিত যুব উন্নয়ন অধিদপ্তরকে নিয়ে শুরু করেন যুবসমাজকে বিভিন্ন উৎপাদনশীল ক্ষেত্রসমূহে পারদর্র্শী করার কার্যক্রম।
বার্তা কক্ষ , ২৩ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur