চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি গ্রামে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) গ্রামের বাড়িতে নির্মিত হলো আধুনিক ডিজাইনে ও শিল্পশৈলী নান্দনিক এস কালারের মার্বেল পাথরে তৈরি ‘বায়তুল মামুর জামে মসজিদ।’
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও চাঁদপুরের কৃতীমান ব্যক্তিদের একজন মোহাম্মদ জাবেদ পাটওয়ারী মসজিদটির প্রতিষ্ঠাতা।
তাঁর নিজ বাড়ির সড়কের পশ্চিম পাশে দু’বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের জুনে এর কাজ শেষ হয়। জুলাইতে এর উদ্বোবন করেন। প্রতি কাতারে ৩৫ জন করে ৮ কাতারে ৩ শ’ মুসল্লী একত্রে জামাতের সহিত নামাজ আদায় করতে পারবে।
নান্দনিক এ মসজিদটিতে বিদ্যুৎ,ওজু ,উন্নত পয়:নিস্কাশন ব্যবস্থা,পাঁচ ওয়াক্ত নামাজের আযানের জন্যে সু-উঁচ্চ মিনারসহ বাউন্ডারী দেয়ারের মত আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। পাশেই রয়েছে একটি গণকবরস্থান। মসজিদটির নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তা আপাতত:জানা যায নি।
মাওলানা মো.সাখাওয়াত হোসেন বায়তুল মামুর জামে মসজিদটির খতিবের দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের মতে কেউ কেউ বলছেন, বর্তমান এ যুগে চাঁদপুরে এটাই একাট আধুনিক মসজিদ যা সকলের দৃষ্টি আর্কষণ করবে।
প্রতিবেদনে : আবদুল গনি, ১৭ আগস্ট ২০১৯