পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে চাঁদপুরের প্রতিটি মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড়। ১০ মে শুক্রবার জেলার শহর, গ্রাম কিংবা পাড়া মহাল্লার মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।
ফলে অধিকাংশ মসজিদে জায়গা পূর্ণ হয়ে ছাদের উপর, সিঁড়িতে অথবা মসজিদের আশেপাশে যেখানে জায়গা পেয়েছে সেখানেই দাঁড়িয়ে নামাজ আদায় করেছে রোজাদার মুসল্লিরা।
প্রতিটি মসজিদের ইমাম ও খতিবরা নামাজের পর মুসলিম উম্মাহের জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও নামাজ আদায় শেষে মুসল্লিরা পিতা-মাতাসহ পরিবারের কবর জিয়ারত করেছেন। এই দিন নারীরাও ছিলেন নিজ ঘরে ইবাদতে মশগুল।
রমজানে জুমাবারের ফজিলত ও গুরুত্ব অধিক। এই গুরুত্বকে আমলে নিয়েই জেলার শহর এবং গ্রাম-গঞ্জের মসজিদগুলোতে সকল বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী পুরণবাজার ঐতিহাসিক জামে মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদ, বেগম জামে মসজিদে মুসল্লিদের ছিলো উপচেয়ে পড়া ভিড়।
এছাড়াও শহরে কালেক্টরেট জামে মসজিদ, শাহী জামে মসজিদ, চৌধুরী জামে মসজিদ, আ. করিম পাটওয়ারী জামে মসজিদ, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, জিটি রোডস্থ বাইতুল আমান জামে মসজিদ, আল আমিন জামে মসজিদ, আখন্দ বাড়ি বাইতুল আমিন জামে মসজিদ,
ইসলামপুর গাছতলা দরবার শরীফ, মির্জাপুর জামে মসজিদ, দক্ষিণ খলিশাডুলি জামে মসজিদ, তরপুরপ-ী শাহী জামে মসজিদ, তেতুলতলা বাইতুল মোকাররম জামে মসজিদ, তুলাতলা বাইতুস সালাম জামে মসজিদসহ অন্য সকল মসজিদে ছিলো মুসল্লিদের ভিড়।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১০ মে ২০১৯