চাঁদপুর সদর

চাঁদপুরে বাগাদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নানুপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

সম্মেলনকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠটি দলীয় নেতাকর্মী-সমর্থকদের অংশ গ্রহণে যেনো জনশ্রোতে রুপ নেয়। দুপুরের পর থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এবং আশপাশের ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মলনস্থলে যোগ দেয়। এসময় তারা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন ধরণের শ্লোগান সম্মেলস্থল মুখরিত করে তোলে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এসময় তিনি বলেন, অবৈধভাবে প্রহসনের নির্বাচনের এই সরকার দেশের গণতন্ত্রকে কবর দেবার খেলায় মেতেছে। তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। অবৈধ সরকার ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা প্রতিহিংসার মামলা দিয়ে কারাগারে বন্ধি রেখেছে।

দেশের প্রত্যেকটি সেক্টরে দূর্নিতীর মহোৎসব চলছে। কিন্তু মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে একজন বয়স্ক মহিলাকে কারাগারে বন্ধি করে রেখেছে। সেই এতিমের ২ কোটি টাকা এখন ৬ কোটি টাকার উপরে হয়েছে।

তিনি আরো বলেন, গনতন্ত্রের মা কে আর বেশিদিন আটকিয়ে রাখা যাবে না। আন্দোলনে ডাক আসবে যখন তখন এ সরকার পালাবার জায়গা খুজে পাবে না। সবাই ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বাগাদী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পরিক্ষিত। দেশের অনেক জায়গায় সম্মেলন করতে দিচ্ছে না প্রশাসন। কিন্তু বাগাদি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তির কারনে আজ সম্মেলন হচ্ছে। চাঁদপুরে জনগন বেগম খালেদা জিয়ার সাথে আছে, থাকবে।

৮নং বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আবু তাহের ভুইয়ার পরিচালনায় সভার অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কুমিল্লা জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা কামাল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হহোসেন খান, সাধারন সস্পাদক হযরত আলী ঢালী, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম জুয়েল,

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছসেবক দলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ঢালী, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার গাজী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, ইউনিয় যুব দলের সাংগঠনিক সম্পাদক শাজাহান হাওলাদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন ভুট্টু।

৮নং বাগাদী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি মিজানুর রহমান মিয়ার ও সাধারণ সম্পাদক ডা. আবু তাহের ভুইয়া,সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুট্টুর নাম ঘোষনা করা হয়।

সম্মেলের শুরুতেই অত্র ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের রুগের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব এবং দোয়া মোনাজাত করা হয়।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৬ সেপ্টেম্বর ২০১৯

Share