চাঁদপুর

বেদে সম্প্রদায়ের জাগরণ শুরু হয়েছে : চাঁদপুর পুলিশ সুপার

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বিপিএম, পিপিএম বলেছেন, বেদে সম্প্রদায়ের জাগরণ নিয়ে প্রতিষ্ঠা হয়েছে উত্তরণ ফাউন্ডেশন। যার ফলে তারা এখন চাকুরীসহ জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে আসছে।

আগে এ সম্প্রদায় অবহেলিত ছিলো। বেদে সম্প্রদায়ের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। পানি থেকে উপরে এসে মুলধারার সাথে মিশতে হবে। আপনাদের যে জাগরণ শুরু হয়েছে, তা এই সংগঠনের জাগরণ অব্যাহত থাকবে।

সোমবার (৩ জুন) বিকাল ৪টায় চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স এ উত্তর ফাউন্ডেনশন কর্তৃক বেদে সম্প্রদায়ের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাদে ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়খ, বেদে সমিতির সাধারণ সম্পাদক রমজান আহম্মেদ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার ঘোষণা করেছে বেদে সম্প্রদায়ের মানুষ আর ভাসমান থাকতে পারবে না। তারা গৃহ নির্মাণ করবে বসবাস করবে। আর তার ব্যবস্থা সরকার করবে। আমরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানি পেত্মাত্মারা জাতির জনককে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে এদেশ আরো অনেক আগে উন্নত থাকত। আমি বেদেদের অনেক অনুষ্ঠানে গিয়েছি। বলেছি আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে। চিনের অনেক মানুষ এক সময় পানিতে বসবাস করত। এখন তারা ডাঙায় বসবাস করে। তারা উন্নত হয়েছে। তেমনি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ উন্নত হচ্ছে।

জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, গত কয়েকদিন আগে বেদে সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে চঁাদপুরে ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের একটাই সমস্যা একটু বড় হলে মেয়েদেরকে বেদে সর্দারগণ বিয়ে দিয়ে দেন। আপনারা তা না করে ছেলে মেয়েদেরকে শিক্ষালয়ে পাঠিয়ে শিক্ষিত করে গড়ে তুলবেন। তারা শিক্ষিত হলে আমাদের সমাজ শিক্ষিত হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, হাজীগঞ্জ এএসপি সার্কের্ল আফজাল হোসেন, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদ, ডিবি অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, টিআই ফয়সাল আহমেদ ভূইয়া সহ আরো অনেকে। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পুলিশ লাইনের এসআই আব্দুল হান্নান।

অনুষ্ঠানে ৫ শতাধিক বেদে সম্প্রদায়ের নারী ও পুরুষ ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রি প্রদান করা হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
৩ জুন ২০১৯

Share