চাঁদপুর ফরিদগঞ্জে কড়ৈতলী গ্রামের চন্দের বাড়ির পুকুরের পানিতে ডুবে মো.ফারহান খাঁন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। (ইন্না… রাজিউন)। শুক্রবার (১০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ফারহান ওই গ্রামের চন্দের বাড়ির প্রবাসী মো. সেলিম খাঁনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারহান খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে দুপুরে ওই পুকুরের পানিতে ভেসে উঠে দেখে।
তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মো. তাফাজ্জল হোসেন পাটওয়ারী ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।
স্টাফ করেসপন্ডেট
১১ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur