Home / চাঁদপুর / চাঁদপুর সমিতির ইফতার মাহফিলে ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী
azhari Qatar

চাঁদপুর সমিতির ইফতার মাহফিলে ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী

কাতারে অবস্থানরত চাঁদপুর জেলা প্রবাসীদের কল্যানে প্রতিষ্ঠিত কাতারস্থ চাঁদপুর সমিতির আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে রবিবার দোহার বিন যায়েদ সেন্টার ফানার ভবনে ওয়াজ মাহফিলে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ মানিক হোসেন আর প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সমিতির প্রধান উপদেষ্টা জালাল আহমেদ সিআইপি। বিশেষ অতিথি ছিলেন আলনূর কালচারাল সেন্টারের সহকারী পরিচালক প্রকৌশলী সালাহউদ্দীন ও চাঁদপুর সমিতির উপদেষ্টা মুহাম্মদ ইসমাইল মিয়া।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী নূর মুহাম্মদ আর সঞ্চালনায় ছিলেন আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। বক্তব্য রাখেন মাহফিলের আহ্বায়ক ও চাঁদপুর সমিতির সেক্রেটারী ওমর শরীফ টিটু ও প্রকৌশলী তানিম আহমেদ।

পরে বিশ্ববাসীর মঙ্গল কামনা ও প্রবাসীদের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

বার্তা কক্ষ
২০ মে ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই