Home / সারাদেশ / একুশে পদক পাচ্ছেন পপ গানের পথিকৃৎ আজম খান
Azom-khan

একুশে পদক পাচ্ছেন পপ গানের পথিকৃৎ আজম খান

মুক্তিযোদ্ধা ও পপ গানের পথিকৃৎ আজম খানকে একুশে পদকে সম্মানিত করা হচ্ছে। সংগীতে অবদানের জন্য দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি।
যদিও জীবদ্দশাতেই আজম খানকে এ সম্মাননা প্রদানের জন্য জোর দাবি উঠেছিল সর্বস্তরের পক্ষ থেকে। কারণ,তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ব্যান্ড ও পপ গানের পথিকৃৎ। কিন্তু জীবিত অবস্থায় একুশে পদক তিনি পান নি। এমনকি ২০১১ সালের ৫ জুন তাঁর মৃত্যুর পরেও ভক্তদের পক্ষ থেকে মরণোত্তর একুশে পদক দেয়ার বিষয়ে জোর দাবি ওঠে। তবে বিগত ৭ বছরে সেটি ঘটেনি।

এ পুরস্কার প্রদানের ঘোষণার প্রতিক্রিয়া হিসেবে উচ্ছ্বসিত দেশের আরেক শীর্ষ পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। আজম খানের সঙ্গে দলবেঁধে সংগীতের লম্বা পথ পাড়ি দিয়েছেন তিনিও। এ পপ তারকা বললেন এভাবে, ‘খবরটি পেয়ে আমি খুশি হয়েছি। আমাদের ফিরোজ সাঁইকে যখন দেয়া হয়েছে, তখনও ভালো লেগেছে। সেটিও মরণোত্তর ছিল। তবে আজম খান এ পুরস্কারের যোগ্যতা অর্জন করেছেন বহু বছর আগেই। তিনি বেঁচে থাকতে এ সম্মাননা পাওয়া উচিত ছিল বলে আমি মনে করি।’

আজম খান (২৮ ফেব্রুয়ারি ১৯৫০- ৫ জুন ২০১১)এদিকে আজম খানের মেয়ে ইমা খান ও ছেলে হৃদয় খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কোনোও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এবার সংগীত বিভাগ থেকে আজম খান ছাড়া আরও দু’ জন পুরস্কার পাচ্ছেন। তারা হলেন আধুনিক-চলচ্চিত্র গানের শিল্পী সুবীর নন্দী ও নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল। অভিনয়ে পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম ও মঞ্চ অভিনেতা লিয়াকত আলী লাকী। ২১ জনকে এবার একুশে পদক দেয়া হচ্ছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো.ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। সেখানে জানানো হয়, আগামি ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেষ হাসিনা এসব পদক প্রদান করবেন। ঐদিন বিকাল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি হবে।

পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট সোনার তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দু’ লাখ টাকা,একটি সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা দেয়া হবে।

বার্তা কক্ষ
৬ ফেব্রুয়ারি, ২০১৯