Home / চাঁদপুর / চাঁদপুরে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স
awareness-training-course

চাঁদপুরে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স

চাঁদপুরে ‘জেলা পর্যায়ে সমাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যাদের ভূমিকা’ শির্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে উপ-পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর মো. রেজাউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান যুবকদের উদ্দেশ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি-ছিনতাই, প্রতিরোধে সচেতনতামূলক রাখেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৩ মে ২০১৯