কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক রোববার (৪ আগস্ট) দুপুরে একটি র্যালি করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ লাইনের মূলফটক থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন স্কুলে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নিত প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ।
র্যালি শেষে পুলিশ সুপার পুলিশ লাইন স্কুলের আশ-পাশ এলাকা পরিচ্ছন্ন করেন।
জাহাঙ্গীর আলম ইমরুল
৪ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur