চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সেবন রোধে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার মুন্সীরহাট উত্তর বাজার হাজরা মার্কেটের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় মতলব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরার সভাপতিত্বে এবং শ্রমিক নেতা কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
অফিসার ইনচার্জ বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সেবন বন্ধে পুলিশ তৎপর। এই সামাজিক অপরাধ বন্ধ করা হবে। এগুলো প্রতিরোধ করতে হলে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
এতে বক্তৃতা করেন মুন্সীরহাট বাজার বণিক সমিতির সভাপতি মো. শুক্কুর আলী, মতলব পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হাজরা, মতলব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মিজি, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ বকাউল।
সমাবেশ শেষে বাজার এলাকায় কয়েক শত লোকজনের মাঝে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সেবন বন্ধে লিফলেটও বিতরণ করা হয়।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১৯ ফেব্রুয়ারি, ২০১৯