Home / চাঁদপুর / ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে পুলিশের মুক্ত আলোচনা
awareness-program-by-chandpur-police

ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে পুলিশের মুক্ত আলোচনা

ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৬ জুলাই সকাল ১১টায় প্রভাতি ‌সেশন ও সা‌ড়ে ১২ টায় দিবা সেশ‌নে ছাত্রছাত্রী‌দের উপ‌স্থিতি‌তে চাঁদপুর মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে ছাত্রী মিলনায়ত‌নে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মুক্ত আলোচনায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।

ছাত্রী‌দের ট্রা‌ফিক আইন সম্প‌র্কে প্র‌শ্নের উত্ত‌রে প্রধান অ‌তি‌থি ব‌লেন, চাঁদপুর শহ‌রের যানবাহ‌নের চাই‌তে রাস্তার সংকট র‌য়ে‌ছে তাই ট্রা‌ফিক জ্যাম কম‌ছে না। তারপর ট্রা‌ফিক বিভাগ জ্যাম নিয়ন্ত্রণ কর‌তে চেস্টা কর‌ে যা‌চ্ছে। আমা‌দের শহ‌রে নি‌দিষ্ট স্টেন্ডের অভাব থাকায় সিএন‌জি ও অ‌টো রাস্তার পা‌শে যত্রতত্র দা‌ড়ি‌য়ে থাক‌ছে। অ‌নেক শি‌ক্ষিত লোকও ট্রা‌ফিক আইন মে‌নে চ‌লেন না এটা দুভাগ্যজনক। সবাই স‌চেতন হ‌লে সমা‌জের সামা‌জিক সমস্যা দূর করা সম্ভব।

ছাত্রী‌দের ইভ‌টি‌জিং সম্প‌র্কে প্র‌শ্নের উত্ত‌রে প্রধান অ‌তি‌থি ব‌লেন,‌ নি‌জে‌দের আগে স‌চেতন হ‌তে হ‌বে। কারণ ইভ‌টিজার তোমার আমার ভাই বা আত্মীয় স্বজন। তোমাদের কোন ছে‌লে উত্যক্ত কর‌লে পু‌লিশ‌কে জানা‌বে। তাহ‌লে পু‌লিশ ব্যবস্থা নি‌তে পার‌বে। তাই তোমরা এ বিষয়‌টি লুকা‌য়িত র‌াখ‌বে না তাহ‌লে ইভ‌টিজাররা আরো বেশী পশ্রয় পা‌বে। ‌তোমরা হয়রা‌নির স্বীকার হ‌লে ৯৯৯ এ ফোন কর‌লে দ্রুততম সম‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌছ‌বে।

ছাত্রী‌দের ‌সোশাল মি‌ডিয়া সম্প‌র্কে প্র‌শ্নের উত্ত‌রে প্রধান অ‌তি‌থি ব‌লেন, কোন ভা‌বেই এফ‌বি‌তে অপ‌রি‌চিত কা‌রো সাথ ফ্রেন্ড‌সিফ্ট কর‌বে না। অপ‌রি‌চিত‌তের সা‌থে সম্প‌র্কের কার‌নে তু‌মি ও তোমার প‌রিবার হয়রা‌নি হ‌বে। আমি ম‌নে ক‌রি তোমরা স‌চেতন হ‌লে জীব‌নে কোন সম‌য়ে বিপ‌দে পড়‌বে না।

‌বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃ‌ষ্ণের সভাপ‌তি ও এসআই মোঃ ইসমাইল হোসাই‌নের প‌রিচালনায় বক্তব্য রা‌খেন নতুন বাজার ফা‌ড়ি ইনচার্জ ইন্স‌পেক্টর সিরাজুল মোস্তফা, সা‌র্জেন্ট সুব্রত ম‌ল্লিক, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হইং‌রেজী শিক্ষক মাসুদুর রহমান, মা‌রিয়া ইসলাম প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১৭ জুলাই ২০১৯