হাইমচর উপজেলায় আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদক, জঙ্গীবাদ, যৌন হয়রানী, বাল্যবিবাহ ও গুজুবে কান না দেয়ার বিষয়ে সচেতনমূলক বৃহস্পতিবার ( ১ আগষ্ট ) সকাল ১১ টায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাইমচর উপজেলায় আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসায় সচেতনমূলক সভায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো.শাহিন মিয়াজীর সভাপতিত্বে ও প্রফেসর মো.নজরুল ইসলাম রুবেলের পরিচালনা করেন। প্রধান অতিথি বক্তব্যে হাইমচর থানায় অফিসার ইনচার্জ তদন্ত মো.আলমগীর হোসেন বলেন,‘ শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানের প্রতি খেয়াল রাখলে ঐ সন্তান কোনোদিন খারাপ পথে চলতে পারে না।’
তিনি অভিভাবকের উদ্দেশ্যে বলেন ‘আপনার সন্তানকে স্মাটফোন না দিয়ে যোগাযোগের জন্য একটি নরমাল ফোনই যথেষ্ঠ। এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. জিল্লুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ মাও. মহিবুল্লাহ পাটওয়ারী, হাইমচর থানা এস আই আব্দুর রাজ্জাক সহ শিক্ষক ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।
মো.ইসমাইল হোসেন
১ আগস্ট ২০১৯