পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে, ‘ছেলে ধরা’,‘গলা কাটা’এবং ‘৩ দিন বিদ্যুৎ বন্ধ’ থাকবে এমন গুজব ও রটনার বিরুদ্ধে মাঠে নেমেছে চাঁদপুরের কচুয়া থানা পুলিশ। গুজব রোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতামূলক সভা ও প্রচার অভিযান চালাচ্ছেন ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্য গুজবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি ওয়ালি উল্লাহ অলি।
তিনি বলেন,‘যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা সমাজ, দেশ ও জাতির শত্রু। উপস্থিত শিক্ষার্থীরা এসব গুজবে কান না দিয়ে শ্রেণি কক্ষে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি। কোনো ধরনের গুজবে কান দিয়ে,আইন নিজের হাতে তুলে নিয়ে, দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করলে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা পুলিশিং কমিটির সহ-সভাপতি মো.ওমর ফারুক,সাধারণ সম্পাদক প্রাণধন দেব, কচুয়া বাজার পরিচালনা কমিরির সভাপতি মো.জাকির হোসেন বাটা,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার ও সালাহউদ্দিন মানিকসহ আরো অনেকে।
এসময় কলেজের শিক্ষক,অভিভাবক,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু
২৭ জুলাই ২০১৯
এজি