চাঁদপুর সদর

চাঁদপুরে জিলানী চিশতী কলেজে মেধাবীদের পুরস্কার বিতরণ

চাঁদপুর সদরের শাহতলী জিলানী চিশতী কলেজ ও উিচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে রোববার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হেেয়ছে।

চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং গভনির্ং বডির অভিভাবক সদস্য মো.আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি মাইক্রো ফাইবার গ্রুপের ফিন্যান্স ডাইরেক্টর ড.মো.কামরুজ্জামান কায়সার ।

প্রধান অতিথি ড.মো:কামরুজ্জামান কায়সার বলেন, ‘শাহতলীর বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ছিলেন একজন আলোকিত মানুষ। সমাজকে আলোকিত করার জন্য শাহতলীসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনিই সর্বপ্রথম চাঁদপুর সদর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান জিলানী চিশতী কলেজ প্রতিষ্ঠা করেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা যখন ভালো থাকব। তখন অন্যদেরও ভালো রাখতে হবে। সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের মানুষের জন্য কাজ করতে হবে। জিলানী চিশতী কলেজসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন তারই সুযোগ্য উত্তরসূরী সাংবাদিক ও শিক্ষানুরাগী সোহেল রুশদী। তিনি প্রতিষ্ঠানের হাল ধরে রেখেছেন।সোহেল রুশদীর হাত ধরেই প্রতিষ্ঠান আরো উন্নয়নের শিখরে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘তোমাদের কলেজ থেকে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে । এটি তোমাদের গৌরব। তোমাদেরকেও এ গৌরব ধরে রাখতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকব এসব প্রতিষ্ঠানে যা দরকার তা করার চেষ্ঠা করব। আমি জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে দু’টি আইপিএস দেব। স্কুল ও কলেজের নামে একটি তোরণ নির্মাণ করে দিব।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মো.ইকরামুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক আবদুল্লা মোহাম্মদ ইব্রাহিম,সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর বিবিএ পোগ্রাম মিসেস আফিয়া আক্তার, সহকারী অধ্যাপক ও কো- অডিনেটর বিবিএ পোগ্রাম মো. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও সহকারী অধ্যাপক মো. শাহেব আলী মন্ডল।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো.হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির তালুকদার, শহর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও হোটেল গ্রান্ড হিলশার মালিক শাহেদুল ইসলাম মোরশেদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, ‘ ড.মো: কামরুজ্জামান কায়সার সাহেব একজন মহৎ ব্যক্তি। চাঁদপুরের প্রতি ওনার উদারতা অনেক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তিনি অনেক আন্তরিক।’

চাঁদপুর সদর উপজেলায় জিলানী চিশতী কলেজটি ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়। এটি সদরের প্রথম বেসরকারি কলেজ। আর জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। শাহতলী কামিল মাদরাসা চাঁদপুরের একটি অন্যতম মাদরাসা। অনুষ্ঠানে জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ১৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

করেপন্ডেন্ট
৪ নভেম্বর,২০১৮ রোববার

Share