Home / শীর্ষ সংবাদ / ফরিদগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক
arrest-yaba-with-gun

ফরিদগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক জহির হোসেনকে বিদেশি পিস্তল ও ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া তার আরেক সহযোগী ইয়াবা ব্যবসায়ী শাকিলকে ১৩পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার সময় পৌরসভার কাছিয়ারা পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী জহিরের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ০৮টি মামলা রয়েছে। এরমধ্যে ৪টি মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদের নেতৃত্বে এস আই নূরুল ইসলাম, মঞ্জুর আলম রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের পাটওয়ারী বাড়িতে অভিযান চালায়। এসময় উপজেলার চরসাফুয়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী জহিরে কাছ থেকে ১টি বিদেশি ৭.৬৫ পিস্তল ও ২৭ পিস ইয়াবা এবং চাঁদপুর সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে শাকিল(২১) কে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটককৃতরা পাটওয়ারী বাড়িতে নেছার আহম্মেদের বাসা ভাড়া নিয়ে থাকতো।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী চাঁদপুর টাইমসকে বলেন, মাদকের মামলার পলাতক আসামী জহিরকে বিদেশি পিস্তল ও ইয়াবা এবং শাকিলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্দে অস্ত্র ও মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হচ্ছে।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
২৭ ফেব্রুয়ারি, ২০১৯
[/five_sixth_last]